আমি একজন জুলাই যুদ্ধাহত Leave a comment

আমি একজন জুলাই যুদ্ধাহত
১৯ জুলাই ২০২৪ — এই দিনটি আমার জীবনে

একটি ভয়ংকর অধ্যায় হয়ে থাকবে। আমি একজন শান্তিপ্রিয় নাগরিক ও সামাজিকভাবে সচেতন ব্যক্তি হিসেবে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি সহিংস হামলায় আমার বাম চোখে গুলি লাগে এবং আমি স্থায়ীভাবে অন্ধ হয়ে যাই।
বর্তমানে আমি শারীরিক ও মানসিকভাবে ভীষণ কষ্টে আছি।

আজ বুঝি, চোখ শুধু দৃষ্টি নয়, চোখ মানে জীবন। চোখ মানে স্বপ্ন দেখা, প্রিয়জনকে দেখা, নিজের অস্তিত্ব দেখা।
আর আজ আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি অন্ধকারের দিকে…

আমার বাম চোখে এখনো উন্নত চিকিৎসা হয়নি, হয়তো হবেও না কোনোদিন। কোন একদিন সেই চোখেরও আলো নিভে যাবে।
অনিশ্চয়তায় দিন কেটে যাচ্ছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন।
এইতো ঢেরবেশি।

(১৯ শে জুলাই , রায়ের বাগ কদমতলী থানার সামনে গুলিবিদ্ধ হই।)

নাছির ভূইয়া
জুলাইয়ে চোখ হারানো এক সাহসী যোদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close